মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে দুই কিশোরের লাশ ভেসে ওঠার ঘটনায় মামলা করেছেন তাদের একজনের বাবা। এ ঘটনায় রুবেল (১৯) ও রনি (২৩) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার মিরকাদিমের কাঠপট্টি এবং নয়াগাঁও থেকে রিয়াম (১৭) ও আলমগীর (১৮) নামে দুই কিশোরের লাশ উদ্ধার করা হয়। বুধবার ময়নাতদন্তের পর আলমগীর ও রিয়ামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে এলাকায় নিয়ে তাদের দাফন করা হয়।
এরআগে সোমবার দুপুরে বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়েছিল তাদের। পরে পাঁচ বন্ধু মিলে গিয়েছিল কাঠপট্টির ধলেশ্বরীর তীরে। এরপর থেকে দুজন নিখোঁজ ছিল।
মুক্তারপুর নৌ-ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, গ্রেফতার দুজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অন্য আসামিকে গ্রেফতার করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন