সরকারি অর্থায়নে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে মাগুরা সদর উপজেলায় রেজিলিয়েন্স এন্ট্রেপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলি হুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের কার্যক্রম বিষয়ে অবহিতকরণ কর্মশালা হয়েছে।
কর্মশালায় সদর উপজেলার নির্বাহী অফিসার ইয়াসিন কবিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু।
বিশেষ অতিথি ছিলেন এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হেদায়েতউল্লাহ। কর্মশালায় ২০৪১ সালের মধ্যে দেশকে দারিদ্রমুক্তকরণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগের নানা দিক তুলে ধরা হয়।
কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এসডিএফ এর ক্লাষ্টার, মাগুরা জেলা অফিস ও যশোর আঞ্চলিক অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন