মাদারীপুরে দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আফরা নামে ৭ মাসের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশু আফরার নানীসহ আহত হয়েছেন ৪ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মাদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর বাবা সদর উপজেলার কালাইমারা গ্রামের মো. জাহাঙ্গীর। আহত ফিরোজা বেগম (৫৫) কালকিনির কালীগঞ্জ এলাকার ফিরোজ হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৭ মাসের আফরাকে সঙ্গে নিয়ে সকালে ইজিবাইকে করে কালকিনি উপজেলার কালিগঞ্জ থেকে সদর উপজেলার তালতলার দিকে যাচ্ছিলেন নানী ফিরোজা বেগম। সদর উপজেলার মাদ্রা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাইকের সঙ্গে তাদের ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ মাসের শিশু আফরার। এ সময় ফিরোজা বেগমসহ ৪ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার আল শাহরিয়ার শাকিল জানান, সড়ক দুর্ঘটনায় ৭ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। ইজিবাইক থেকে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার ফলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল