টাঙ্গাইলের সখীপুরে পাট অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন 'উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পে'র আওতায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। এসময় বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াহেদুজ্জামান খান, পরিদর্শক (পাট) রমেশ চন্দ্র সূত্রধর, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ সবুজ মিয়া, সোলাইমান কবির ও উপজেলা পাট অফিসের কম্পিউটার অপারেটর মহির উদ্দিন প্রমুখ। প্রশিক্ষণে ১৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম