জাতীয় শিক্ষা সপ্তাহে বরগুনার বেতাগী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক লায়ন মো. শামীম সিকদার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক (কারিগরি) হিসেবে নির্বাচিত হয়েছেন। ইতোমধ্যে বেতাগী উপজেলা ও বরগুনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি।
বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ বরিশাল বিভাগীয় উদযাপন কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান এবং সদস্য সচিব ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা’র বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত বিভাগীয় পর্যায়ে ফলাফল প্রকাশ করা হয়। এতে মো: শামীম সিকদারকে শ্রেষ্ঠ শিক্ষক (কারিগরি) হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। ৩০ মে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
শ্রেষ্ঠ শিক্ষক (কারিগরি) প্রতিযোগিতায় বরিশাল বিভাগের জেলা পর্যায়ের ৬জন শ্রেষ্ঠ শিক্ষক অংশগ্রহণ করেন। আগামী ৬ জুন ঢাকায় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শামীম সিকদার এর আগে ২০১৮ এবং ২০১৯ সালে বরগুনা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন