কুষ্টিয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টি পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা:জুবাইদা নাসরীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা: এইচ এম আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের পরিচালক ডাঃ তাহেরুল ইসলাম খান। দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা এবং বাংলাদেশের জনগণ ও কুষ্টিয়া জেলার পুষ্টি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের সহকারী পরিচালক ডাঃ নাজিয়া আন্দালিব, বহু খাতভিত্তিক ন্যূনতম পুষ্টি প্যাকেজ নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা: ফারজানা রহমান, জেলা বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন পদ্ধতি বিষয়ক গ্রুপ ওয়ার্ক নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডাঃ আকতার ইমাম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ