গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা গ্রামে শুক্রবার বিকালে বজ্রপাতে সোবহান হোসেন নামের এক কৃষক ও রতনপুর এলাকায় পানিতে ডুবে অর্পণ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো, মজিদচালা গ্রামের বসুম উদ্দিনের ছেলে সোবহান হোসেন (৫৫) ও রতনপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে অর্পণ (১১)।
এলাকাবাসী জানায়, মজিদচালা গ্রামের সোবহান হোসেন শুক্রবার বিকালে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান। তখন হঠাৎ বজ্রপাত তার শরীর স্পর্শ করে। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়া সোবহান হোসেনকে পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজন লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ফুলবাড়িয়া ইউপির ৬ নং ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম জানান, গরু আনতে গিয়ে বজ্রপাতে সোবহান হোসেনের মৃত্যু হয়েছে।
অপরদিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রতনপুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় খালের পানিতে ডুবে অর্পণ মিয়া (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
অর্পণ বিকালে ৩-৪জন বন্ধু মিলে বাড়ির পাশের খালে গোলস করতে যায়। তখন অর্পণ পানিতে ডুবে যায়। পরে অর্পণের বন্ধুরা বাড়িতে এসে খবর দিলে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে অর্পণের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মৌচাক ইউপির ৮নং সদস্য (মেম্বার) আব্দুল বাতেন জানান, পানিতে ডুবে অর্পণ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করে পারিবারিক কবরে দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ