পদ্মা সেতুর উদ্বোধনী দিনে বর্ণিল উৎসবে মেতেছে পাহাড়ের মানুষ। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সকল শ্রেণি-পেশার মানুষ।
সকাল ৯ টা থেকে বিভিন্ন স্কুল কলেজের শির্ক্ষাথী ও ৯টি উপজেলা থেকে লোকজন জিপ, চাঁদর গাড়ি ও পিকাবে করে যোগ দেন অনুষ্ঠানে। চলতে থাকে পাহাড়ের নানা গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০টায় পদ্মা নদীর পাড়ে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ ও উদ্বোধনী অনুষ্ঠান এখানকার পাহাড়বাসী বড় পর্দায় উপভোগ করেন। প্রচুর লোক সমাগমে নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়।
বৃষ্টির মধ্যে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন পাহাড়বাসী। অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, রাজনীতিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসক স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানকে স্মৃতিময় করে রাখেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ