বহুকাঙ্খিত স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর থানার উদ্যোগে আজ শনিবার সকাল সোয়া ৯টায় ওই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
ওসি আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় ফুলপুর থানার স্টাফসহ সিনিয়র সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার, ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান- ২ আব্দুল খালেক, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য এটিএম মনিরুল হাসান টিটু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড ও ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর হয়ে হাজী রোড দিয়ে পুনরায় থানায় গিয়ে শেষ হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ