দীর্ঘ নয় বছর পর বগুড়ার শেরপুর পৌর আওয়ামী লীগ পেল নতুন নেতৃত্ব। শুক্রবার রাতে ত্রি-বার্ষিক সম্মেলনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে সারওয়ার রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক পদে গোলাম হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এর আগে বিকেল সাড়ে ৫টায় শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ প্রাঙ্গণে পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. গোলাম ফারুক। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
পৌর আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম মজনুর সঞ্চালনায় ওই সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল, শিল্পবিষয়ক সম্পাদক তপন কুমার চক্রবর্তী।
এছাড়া অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুনসী সাইফুল বারী ডাবলু, এড. ইলিয়াস উদ্দিন মিন্টু, স.ম হাফিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম বিপ্লব, ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ, মহিলা আওয়ামী লীগের নেত্রী শিল্পী রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে সারওয়ার রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক পদে গোলাম হোসেনের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা। পৌর আওয়ামী লীগের বিদায়ী সভাপতি মকবুল হোসেন তাদের নাম ঘোষণা করেন। সম্মেলনে নবনির্বাচিত সভাপতি সারওয়ার মিন্টু বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া গোলাম হোসেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, সর্বশেষ ২০১৩ সালে পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর করোনা মহামারি, জাতীয় নির্বাচন ও পৌর নির্বাচনের কারণে সঠিক সময়ে সম্মেলন করা সম্ভব হয়নি। তাই দীর্ঘ নয় বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হল।
বিডি প্রতিদিন/ফারজানা