কিশোরগঞ্জের ইটনায় অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের পিছনের হাওর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় সূত্রে সংবাদ পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিস স্টেশনের পিছনের হাওর থেকে অজ্ঞাত পুরুষ ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, মরদেহটি আনুমানিক ১০ দিন আগের হতে পারে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। পঁচে গলে যাওয়ায় চেহারার আকৃতি নষ্ট হয়ে গেছে। ফলে চেনা যাচ্ছেনা।
তিনি আরও বলেন, মরদেহটি বন্যার পানিতে উজান থেকে ভেসে এখানে আসতে পারে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ