ঠাকুরগাঁও শহরে হাসান এক্স-রে এন্ড ক্লিনিকে ভর্তি হওয়া এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে সুজন বর্মণ নামে এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুন) রাতে জেলা শহরের হাসান এক্স-রে ক্লিনিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী পৌর শহরের হলপাড়া এলাকার বাসিন্দা।
ওই নারী স্বজনরা অভিযোগ করে জানান, গতকাল শুক্রবার ২৪ জুন বিকালে টনসিলের অপারেশনের জন্য ভুক্তভোগীকে ভর্তি করা হয় হাসান এক্স-রে ক্লিনিকে। অপারেশন শেষে কর্মচারী সুজন বর্মণ রোগীকে একা পেয়ে জ্ঞান নেই মনে করে তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়। রোগী তাৎক্ষণিক কিছু বলতে না পারলেও পরে পুরোপুরি সক্ষমতা ফিরে আসলে পরিবারের কাছে বিষয়টি খুলে বলেন। পরিবারের লোকজন কৌশলে ওই কর্মচারীকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
তবে এ ব্যাপারে ক্লিনিক কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন জানান, বিষয়টি শুনে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া।
বিডি প্রতিদিন/আবু জাফর