জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকদের আইসিটি দক্ষতা বৃদ্ধি ও প্রশাসনিক বিষয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়েছে। রবিবার গাজীপুর ক্যাম্পাসে একাডেমিক ভবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তর কর্তৃক আয়োজিত ২১ দিন ব্যাপী চলা এই প্রশিক্ষণের সমাপনী টানা হয়।
এই প্রশিক্ষণে ১০২ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যোগদান করেন। গত ৩১ মে থেকে এই প্রশিক্ষণ শুরু হয়। গত ২১ দিনে ৬৬ ঘণ্টার প্রশিক্ষণ সম্পন্ন হয়। বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য, আইসিটি দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, আইসিটি দপ্তরের সহকারী সিস্টেম অ্যানালিস্ট হায়দার আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ