ময়মনসিংহের ফুলপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টিসিবি পণ্য পাচ্ছে ১8 হাজার ৬৫১ তালিকাভুক্ত পরিবার। ফুলপুর পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৩৩টি স্পটে এসব পণ্য বিক্রি করা হবে।
আজ রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ছনধরা ও রামভদ্রপুর ইউনিয়নে তালিকাভুক্ত ২8৬২টি পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও টিসিবি পণ্য বিতরণ সংক্রান্ত ফুলপুর উপজেলা কমিটির সভাপতি শীতেষ চন্দ্র সরকার।
জনপ্রতি পাচ্ছে ১১০ টাকা লিটার দরে ২ লিটার তেল, ৬৫ কেজি দরে ২ কেজি ডাল ও ৫৫ টাকা দরে ১ কেজি চিনি। ১ জুলাই এসব পণ্য বিতরণ সম্পন্ন হবে বলে জানা যায়।
ছনধরা ও রামভদ্রপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান, ট্যাগ অফিসার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হাসান, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার তরিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর