স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আজ হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৪টি গ্রামের বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য বিতরণ করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান। উপজেলার বদলপুর, পিরিজপুর, পিটুয়ারকান্দি ও কাটাখালীতে ৫০০ পরিবারের মাঝে এই খাদ্য তুলে দেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমি,উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান সহ স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরী উপস্থিত ছিলেন।
বন্যার্তদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে বানভাসীদের জন্য খাদ্য সহায়তা একটি উপহার। তিনি সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তা পর্যাক্রমে পৌছে দেওয়ার কথা জানান।
বিডি প্রতিদিন/এএ