২৬ জুন, ২০২২ ২২:৩০

সিরাজগঞ্জে কমছে বন্যার পানি, বাড়ছে দুর্ভোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে কমছে বন্যার পানি, বাড়ছে দুর্ভোগ

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার ৫০ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমায় বসত বাড়িতে ফিরতে শুরু করছে বন্যাকবলিতরা। ক্ষতিগ্রস্ত বসতভিটা দেখে মেরামত নিয়ে দুশ্চিন্তায় বন্যা কবলিতরা। 

অন্যদিকে, পানি নামার সাথে সাথে ক্ষতিগ্রস্ত ফসল দেখে কৃষকরা হাপিত্যেশ করছে। কিভাবে ক্ষতি পুষাবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষকরা। বন্যায় নিম্নাঞ্চলের রাস্তাঘাট ভেঙে যাওয়ায় চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাতের সরঞ্জামাদি নষ্ট হওয়ায় তাঁতীরা চরম ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে। এছাড়াও পানি কমায় যমুনার অরক্ষিত অঞ্চলে ভাঙন শুরু হয়েছে। এ অবস্থায় বন্যা কবলিতরা বন্যা পরবর্তী সরকারি-বেসরকারি সহায়তা কামনা করেছেন। 

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, চলতি বন্যায় ৩৪ হাজার পরিবারের ১ লক্ষ ৬৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও প্রায় এক হাজার বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ এবং তালিকা প্রস্তুত করে সহায়তার জন্য মন্ত্রণালয়ের পাঠানো হবে। 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, চলতি বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। পাউবোর বাধের ক্ষয়ক্ষতি হয়নি। তবে যে সকল পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল সেখানে জিও ব্যাগ ফেলে নিয়ন্ত্রণ করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর