মেহেরপুর সদর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেনসিডিলসহ হাদিসা খাতুন (৪০) নামেএক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক হাদিসা খাতুন (৪০) হাদিসা খাতুন মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের স্কুল পাড়ার আব্দুল মালেকের স্ত্রী।
শুক্রবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে আটক করলেও আজ শনিবার দুপুরে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত ওসি মহম্মদ মেজবাহ উদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে
মেহেরপু সদর থানার ওসি(ভারপ্রাপ্ত) মহম্মদ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অরূপ কুমার নেতৃত্বে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হাদিসা খাতুনের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় হাদিসা খাতুনের ঘর থেকে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক হাদিসা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ