১৯ আগস্ট, ২০২২ ১৮:২৫

ভাঙ্গায় তুচ্ছ কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক

ভাঙ্গায় তুচ্ছ কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৫

প্রতীকী ছবি

ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামে দুই দল নারীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধারাল দা, বটির কোপে দুই পক্ষের ৫ নারী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামের শফিকুল মাতবরের শিশু পুত্র শরিফুলের (৭) সঙ্গে প্রতিবেশী মোমিন মাতবরের মেয়ে সোনালী (৭) শুক্রবার সকালে খেলছিল। খেলার একপর্যায়ে দুই শিশুর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দুই শিশুর স্বজনরা দা,বটি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শফিকুল ইসলামের স্ত্রী কাজলী আক্তার (৩৮), বোন নিলুফা বেগম (২৭), জাহানারা বেগম (৫০), রেখা আক্তার (২২) ও প্রতিপক্ষের মোমিন মাতবরের বোন স্বপ্না আক্তার (৪০) আহত হন।

আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেল সেখানে দ্বিতীয় দফায় দুই পক্ষের নারী ও পুরুষরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ গিয়ে ৩ জনকে আটক করে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রতন কুমার সিকদার বলেন, গুরুতর আহত নিলুফা বেগম ও রেখা আক্তারের শরীরের একাধিক জায়গায় কোপের চিহ্ন রয়েছে। দু’জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। হাসপাতালে এসেও দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, দুই পক্ষ প্রথমে এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। দ্বিতীয় দফা হাসপাতালে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে ৩ জনকে আটক করা হয়েছে। এখনো কোনো পক্ষ মামলা করেনি।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর