আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে নোয়াখালীতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। শেষ তথ্য পাওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টুসহ ৪জন মনোনয়ন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলা নির্বাচন ও জেলা রিটার্নিং কর্মকর্তার (ডিসি) কার্যালয়ে চলবে এ মনোনয়ন জমা। তথ্য নিশ্চিত করেছেন, জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, নির্বাচন কার্যালয়ে সাবেক সদস্য আলাবক্স তাহের টিটু ও মুশফিকসহ ৪ জন। সদস্য পদে মহিনসহ মনোনয়ন পত্র নিয়েছেন ৫ জন, মনোনয়ন চূড়ান্ত জমা হওয়ার পর মোট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। জেলায় মোট ভোটার সংখ্যা ১৩০৬জন, যার মধ্যে পুরুষ ৯৯৮আর নারী ভোটার রয়েছেন ৩০৮ জন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন