মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব কদুপুর এলাকায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে সায়েম মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সায়েম মিয়া নিতেশ্বর গ্রামের রিয়াজ মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাত ১টার দিকে গিয়াসনগর ইউনিয়নের কদুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, পূর্ব কদুপুর গ্রামের রাজকুমার প্রাচীর বাড়ির একটি কক্ষে চুরি করতে প্রবেশ করলে বাড়ির লোকজন সায়েমকে আটক করে। এসময় তার সাথে থাকা আরও ২ থেকে ৩ জন পালিয়ে যায়। পরে আটককৃত সায়েমকে গিয়াসনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যাওয়ার পথে কদুপুর এলাকার এলপিজি পাম্পের সম্মুখে উত্তেজিত জনতার গনপিটুনিতে গুরুত্বর আহত হয় সায়েম। আহত অবস্থায় স্থানীয়রা তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পুলিশ জানায়, নিহত সায়েমের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্য থেকে ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটককৃতরা হলেন ছুরত মিয়া (৪০) আতির মিয়া (৩৫) এবং রবিন (২০)।
মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ