গোপালগঞ্জে আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী অ্যাডভোকেট মুন্সী মো. আতিয়ার রহমান। এ ছাড়া পুরুষ ও নারী সদস্য প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মুন্সী মো. আতিয়ার রহমান। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র শেখ রকিব হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া সমর্থকদের সাথে নিয়ে পুরুষ ও নারী সদস্য প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন পত্র জমা দেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত একজন, পুরুষ সদস্য ও নারী সদস্য পদে মোট ২৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর