গাজীপুরের শ্রীপুরে প্রতারণার অভিযোগে মিজানুর রহমান চৌধুরী (২৩) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মিজান কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার জামালপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
বুধবার দুপুরে উপজেলা ভূমি অফিসে ওই যুবক নিজেকে র্যাবের সহকারী কর্নেল পরিচয় দেন। পরে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
শ্রীপুর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী মো. রুকুনুজ্জামান জানান, বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিস কেসের শুনানি করছিলেন। এসময় ওই যুবক অফিসের ভেতর প্রবেশের চেষ্টা করলে তাকে বাধা দেয় অফিসের কর্মচারীরা। কিন্তু তিনি সহকারী কমিশনারের কাছে নিজেকে র্যাবের সহকারী কর্নেল পরিচয় দেন। পরে তার কাছে র্যাবের পরিচয়পত্র চাওয়া হলে তিন গড়িমসি করেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আকতার বলেন, মিসকেস শুনানির সময় যুবকটি অফিসে প্রবেশ করে সরকারি কাজে বাধা ও নিজেকে র্যাবের সহকারী কর্নেল পরিচয় দেয়। তার দেওয়া তথ্য যাচাই-বাছাইয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে শ্রীপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভুঁইয়া জানান, প্রতারণা ও সরকারি কাজে বাধা দেওয়ায় এক যুবককে থানা হেফাজতে আনা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এমআই