বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তৃণমূলের শক্তিশালী আন্দোলনে দিশেহারা হয়ে আওয়ামী নেতারা চোখে সর্ষে ফুল দেখছে। ১৪ বছর থেকে চলে আসা বিরোধী দলের ওপর হত্যা, গুম ও হামলাসহ নিষ্ঠুর নির্যাতন তাদের নির্দেশেই হয়েছে। ক্ষমতা ও দেশের মালিকানা লুট করে কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছে আওয়ামী লীগ।
আজ বুধবার বিকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় তিনি বলেন, আওয়ামী লীগ গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে। এ জন্য তারা বিভিন্ন নিবর্তনমূলক আইন তৈরি করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যম কর্মীদের হুমকি দিয়েছেন দাবি করে তিনি এর কঠোর নিন্দা করেন। মতবিনিময় সভা শেষে নেপালে সাফ নারী ফুটবলে বাংলাদেশের নারী ফুটবল টিম চ্যাম্পিয়ন হওয়ায় তিনি অভিনন্দন জানান। আজকের সভায় বাংলাদেশ টিমের কলসিন্দুরের মেয়েদেরকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়।
ধোবাউডা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজহারুল হক, ওয়াহেদ তালুকদার, আবুল হাশেম, যুগ্ম-সম্পাদক আবদুল কুদ্দুস, বিএনপি নেতা মাজহারুল খান খোকন, মাহমুদুল হাসান সোহাগ, আবু সিদ্দিক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর