পটুয়াখালীর কলাপাড়ায় বিলুপ্ত প্রজাতির একটি সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ সংগঠনের সদস্যরা।
আজ বুধবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে সাপটিকে উদ্ধার করা হয়।
দেড় ফুট দৈর্ঘ্য লাল কালো ফোটা ফোটা বর্ণের সাপটি ওই গ্রামের এক ব্যক্তির বসতবাড়ির নেট জালে আটকা পড়ে। এটিকে উদ্ধার করে উপজেলা প্রাণী কল্যাণ উন্নয়ন কেন্দ্রে চিকিৎসা প্রদানের জন্য নিয়ে যাওয়া হয়। তবে এ সাপটির সঠিক নাম বলতে পারেনি কেউ।
এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, এ সাপ সচরাচর দেখা যায় না। এ প্রাণীটির প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে বন্যপ্রাণী অভয়ারণ্য ফাতরার বনে অবমুক্ত করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর