প্রতারণা করে গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ভুয়া এনজিও’র মালিকসহ পাঁচ প্রতারককে আটক করেছেন র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট শিবনগর গ্রামের নাইমুল ইসলাম, সেলিম রেজা, আসমাউল হক, সোহেল রানা ও কাইউম রেজা।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুরস্থ আব্বাস বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বনাথপুর আব্বাস বাজারে দেশ বন্ধু নামক পল্লী উন্নয়ন/যমুনা নামে একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠা করে বিভিন্ন গ্রাহককে অধিক মুনাফার লোভ দেখিয়ে গরীব, অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং ঋণের প্রলোভন দেওয়া হয়। এতে অসহায় লোকজন টাকা বিনিয়োগ করে এবং তাদের এনজিও হতে ফাঁকা চেক জমার মাধ্যমে ঋণ উত্তোলন করলে এনজিও কর্মীরা ব্লাংক চেক ব্লাকমেইলের মাধ্যমে অতিরিক্ত টাকা এবং গ্রাহকের জমাকৃত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ নিয়ে সম্প্রতি সময়ে গণমাধ্যমে ব্যাপক লেখালেখি হলে র্যাব তা আমলে নিয়ে এই অভিযান পরিচালনা করে এনজিও’র পাঁচ প্রতারককে আটক করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব জানায়।
বিডি প্রতিদিন/কালাম