রাঙামাটিতে সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাস কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, ‘এ পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আর বাঙালিদের মধ্যে সর্ম্পকের মেলবন্ধন রচনা হয়েছে বহু বছর আগে। যারা এ সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়া এখন সময়ের দাবি।’
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, রাঙামাটি চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।
সম্প্রতি সমাবেশে মাতিয়ে তুলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি তরুণতরুণীদের সংস্কৃতিক দল।
বিডি প্রতিদিন/নাজমুল