কক্সবাজারে ১০ হাজার ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একইসাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত রোহিঙ্গা শামসুল আলম প্রকাশ কাজল শাহা (২০) উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের ব্লক-এফ এর মোস্তফা কামাল ও জরিনা খাতুনের সন্তান।
কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি ও রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট সুলতানুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা