মুন্সিগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে নেতাকর্মীদের হতাহতের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
আজ বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের স্টেশন এলাকা থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোলজার হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু রাইহান উজ্জ্বল, যুগ্ম-আহ্বায়ক মোনজুরে মওলা পলাশ, রেজভী আহমেদ, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, সদস্য মহিদুল ইসলাম রাজিব, আতিকুর রহমান সোহাগ প্রমুখ।
এ সময় বক্তারা সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর