হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। পূজা উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ বছর রংপুর বিভাগে ৫ হাজার ৪৮৮ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২ হাজার ৫৭৯ টি পূজা মণ্ডপ গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে এক হাজার ১০০ পূজামণ্ডপ অধিক ঝুকিপূর্ণ (অধিক গুরুত্বপূর্ণ) বলে চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) চিহ্নিত করা হয়েছে ১ হাজার ৪৭৯টি। এছাড়া সাধারণ মণ্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে ২ হাজার ৯০৯টি মণ্ডপকে। এসব পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব, পুলিশের পাশাপশি প্রায় ৩০ হাজারের বেশি আনসার দায়িত্ব পালন করবেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, এই বিভাগের মধ্যে দিনাজপুরে সবচেয়ে বেশি স্থানে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সবচেয়ে কম পূজামণ্ডপ পঞ্চগড় জেলায়। রংপুর জেলায় মোট পূজামণ্ডপ ৯৩৮টি,গাইবান্ধা জেলায় ৬১৭, কুড়িগ্রামে ৫৩২, লালমনিরহাটে ৪৩৩টি নীলফামারীতে ৮৮৯টি, দিনাজপুরে ১ হাজার ২৮৫টি, ঠাকুরগাঁওয়ে ৪৬৮টি,পঞ্চগড় জেলায় ২৯৬ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া রংপুর মেট্রোপলিটন এলাকায় ১৬০টির বেশি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুশান্ত ভৌমিক বলেন, সরকারি নির্দেশানা মেনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে স্বাস্থ্যবিধি মেনে পূজামণ্ডপে উপস্থিত সকলকে মাস্ক ও মন্দিরে প্রবেশ পথে হাত ধোয়ার জন্য পানি, সাবান ও স্যানিটাইজারের ব্যবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা