পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, নারীদের সমান অধিকার নিশ্চিত করতে জীবনের সকল ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার।
মন্ত্রী বলেন, নারীদের সামগ্রিক উন্নয়নে শেখ হাসিনার সরকার কাজ করছে। এ লক্ষে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনায় তাদের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণ সুবিধা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর সকালে বান্দরবান কালেক্টরেট চত্ত্বরে উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং ডিপিএস এর আয়োজিত বাণিজ্য মেলা উদ্বোধনকালে দেয়া ভাষণে মন্ত্রী এ কথা বলেন।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, বান্দরবানের পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী এবং বান্দরবান উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি লালছানি লুসাই এতে বক্তব্য রাখেন।
পরে মন্ত্রী বাণিজ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ৪৫টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন