টাঙ্গাইলের বাসাইলে চাচাকে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের নাহালী দক্ষিণ পাড়া থেকে আনোয়ার হোসেন (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। নিহত আনোয়ার উপজেলার হাবলা ইউনিয়নের মৃত মুহাম্মদ মিয়ার ছেলে।
নিহতের মেয়ে আনোয়ারা জানান, চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে এক বছরের বেশি সময় ধরে ঝামেলা চলছে। গ্রামের মাতব্বর ও মেম্বারদের নিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। পরে বুধবার থেকে আব্বাকে পাওয়া যাচ্ছিল না। তখন সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রামের কোচিং সেন্টারের পিছনে কলা গাছে সাদা কিছু দেখতে পাই। কাছে গিয়ে আমরা বাবার লাশ শনাক্ত করি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, আমরা এর সুষ্ঠু বিচার চাই।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে পুলিশ চেষ্টা করছে। ওসি আরো বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, জমি নিয়ে শরিকদের সাথে বিরোধ ছিল। এর জেরেই এ ঘটনা ঘটতে পারে।
বিডি-প্রতিদিন/শফিক