বাসাইলে ভাতিজাদের বিরুদ্ধে চাচাকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আনোয়ার হোসেন (৭০) উপজেলার হাবলা ইউনিয়নের ওই গ্রামের মৃত মুহাম্মদ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকালে উপজেলার হাবলা ইউনিয়নের নাহালী দক্ষিণ পাড়া থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহতের মেয়ে আনোয়ারা বলেন, চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে এক বছরের বেশি সময় ধরে ঝামেলা চলছে। গ্রামের মাতাব্বর, মেম্বাররা বসে বিষয়টি মীমাংসা করা হয়। বুধবার থেকে আব্বাকে পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করা হয়।
বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। অভিযুক্তদের ধরতে পুলিশ চেষ্টা করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন