শেরপুর জেলা পুলিশ আগামি ১০০ দিনের সাত পরিকল্পনা ঘোষণা করেছে। সদ্য শেরপুরে জেলায় যোগদান করা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান আজ বৃহস্পতিবার দুপুরে তার নিজ কার্যালয়ে মিট দ্যা প্রেসে এই কর্ম পরিকল্পনার কথা জানান। সাত কর্ম পরিকল্পনার মধ্যে প্রথমেই রয়েছে মাদক নিয়ন্ত্রণে সর্বাত্মক কার্যক্রম। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা, সামাজিক আন্দোলন। এই অপরাধিদের সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সম্পৃক্ত করা, পূর্ণবাসন ও সুপথে ফিরিয়ে আনা। দ্বিতীয় কর্মসূচি হলো সামজিক অবক্ষয় সৃষ্টিকারি অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান।
এতে থাকছে জুয়া, পতিতাবৃত্তি, ইভটিজিং ও যৌন হয়রাণির বিষয়টি সরাসরি দেখবেন পুলিশ সুপার নিজে। তৃতীয় কর্মসূচি হলো স্পেশাল রেসপন্স টিম গঠন। এই টিমে জেলার প্রতিটি থানায় একটি করে টিম থাকবে। পুলিশ সুপার কার্যালয়ে ডিবির আরেকটি টিম থাকবে। প্রতিটি টিমে নারী ও পুরুষ সদস্য ২৪ ঘন্টা সেবা দেবে। এই টিমে থাকবে আন্তঃযোগাযোগ, প্রয়োজনে সমম্বিলিত অভিযান ও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। চতৃর্থ কর্মসূচি হলো টক টু এসপি সেবা।এসপি সেবায় থাকছে জেলা পুলিশ কন্টোলের সাথে সমন্বিত ২৪ ঘন্টার জন্য এসপি অফিসে একটি কল সেন্টার। পঞ্চম কর্মসূচি হলো এসপি আপনার কাছে কার্যক্রম। এই কার্যক্রমটি হবে জবাবদিহি মূলক। এখানে মানুষের সমস্যা শোনা হবে, জনগন কেমন পুলিশ চায় তা জানা হবে, এটি হবে উন্মুক্ত ও প্রয়োজনে প্রতিদিন অফিস ডেতে এই সেবা চালু থাকবে। ষষ্ঠ কার্যক্রম হলো পুলিশ বুলেটিন। এই বুলেটিনটি হবে শেরপুর পুলিশের দর্পন। এখানে পুলিশের স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত বুলেটিন প্রকাশ করা হবে এবং জনগনকে বুলেটিনে লিখতে উৎসাহিত করা হবে। সপ্তম কর্মসূচি হলো মামলা তদন্তে বিশেষ টিম গঠন। এই কার্যক্রমে থাকবে পুলিশ সুপার, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারি পুলিশ সুপাার,অভিজ্ঞ ওসি, এসআই এর সমন্বয়ে একটি বিশেষ টিম। জেলার প্রতিটি মামলার বিষয়ে দেখভাল করার এখতিয়ারসহ তদন্ত কর্মকর্তাকে সর্বাত্বক সহযোগীতা ও পরামর্শ দেওয়ার এখতিয়ার থাকবে এই কমিটির।
এই ১০০ দিনের কর্মসূচিতে জনগণ সুবিধা পেলে আরও সেবাসহ আগামি দিনে জেলা পুলিশ এইটিকে অব্যাহত রাখবে।জেলা পুলিশের কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ পেলে সাথে সাথে পুলিশ সুপারকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখিত সেবা নিশ্চিত করতে পুলিশ, সাংবাদিক, রাজনৈতিকসহ সকল শ্রেনী-পেশার মানুষের কাছে সহযোগীতা চেয়েছেন এই নয়া পুলিশ সুপার।
বিডি প্রতিদিন/এএ