টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আর নেই। হার্ট স্ট্রোকজনিত কারণে শুক্রবার সকালে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকালে টাঙ্গাইল আকুর টাকুর পাড়াস্থ নিজ বাসভবনে অসুস্থ বোধ করলে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল ৮টা ৩০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃতুতে কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তোম শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল