ভাঙ্গা উপজেলা যুবলীগের কার্যক্রম স্থগিত করেছেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক। এ স্থগিত আদেশ মানতে নারাজ ভাঙ্গা উপজেলা যুবলীগ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ফরিপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ভাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগের কার্যক্রম স্থগিত করা হয়। তিনি জেলা যুবলীগের প্যাডে নির্দেশনায় উল্লেখ করেন, ‘আপনাদের বার বার নির্দেশনা দেওয়ার পরও আপনারা বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচি এবং ফরিদপুর জেলাধীন আওয়ামী যুবলীগের কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করেন না। এমতাবস্থায় আপনাদের দলীয় সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হল।’
এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ বলেন, জেলা আহ্বায়কের এ চিঠি গঠনতন্ত্র পরিপন্থি। উপজেলা কমিটির কার্যক্রম স্থগিতের ক্ষমতা শুধু কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের। জেলা যুবলীগের আহ্বায়কের কমিটি স্থগিতের ক্ষমতা নেই। আমাদের কমিটির কার্যক্রম যথারীতি চলবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে ভাঙ্গা উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সভার কয়েক ঘণ্টা পরেই জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি স্থগিতের এ নির্দেশনা দেয়।
বিডি প্রতিদিন/হিমেল