ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে ব্যবসায়ীদের নিকট চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জনসাধারণকে সচেতন করার জন্য ‘এসিল্যান্ড ভাঙ্গা ফরিদপুর’ আইডি থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েঠে।
শুক্রবার দুপুর ১২টা ৩৫ মিনিটে এসিল্যান্ডের দেওয়া ফেসবুক স্টাটাসে উল্লেখ করা হয়েছে, ‘এসিল্যান্ড ভাঙ্গার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) থেকে ক্লোন নম্বর থেকে কল করে এসিল্যান্ড/এসিল্যান্ড অফিসের নাম বলে উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যবসায়ীদের কাছে বিকাশে টাকা চাওয়াসহ কিছু ঘটনা ঘটেছে। আমি সবাইকে যাচাই না করে কারো সাথে কোনো লেনদেন না করার অনুরোধ করছি। সেই সাথে এসিল্যান্ডের নাম বলে কোনো প্রকার অন্যায় আবদার করলে সাথে সাথে জানাবেন প্রত্যাশা করছি।’
এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান বলেন, বৃহস্পতিবার আমি অফিসিয়াল কাজে ঢাকা ছিলাম। ভাঙ্গার কাউলীবেড়া ও মালিগ্রাম বাজারসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা বিষয়টি আমাকে ও আমার অফিসের লোকজনকে জানায়। আমরা এটাকে মিথ্যা বলে তাদেরকে অবগত করি। আমি ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিক ভাবে বিষয়টি জানিয়েছি ও জনগণকে সচেতর করার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি।
বিডি প্রতিদিন/হিমেল