বরগুনার পাথরঘাটায় একটি নির্মাণাধীন ভবনের ছাঁদ থেকে পড়ে গিয়ে শামিম নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শামিম পাথরঘাটা পৌরসভার ৪নং ওয়ার্ডের আ. রব ক্বারির ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে মো. মনিরুল ইসলাম নামে এক ব্যক্তির বসত বাড়ির কাজ করার সময় দোতলার ছাদ থেকে পড়ে যায় নির্মাণ শ্রমিক শামিম (২৭)। তাৎক্ষণিক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠান। পরে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শামিমের মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পাথরঘাটা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন একদিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছে। পাথরঘাটা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান বলেন, আমরা শামিমের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত।
বিডি প্রতিদিন/আবু জাফর