আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল হুদা অলক, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান টিটো, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহনেওয়াজ দুলাল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফায়জার রহমান কনক, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার প্রমুখ।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমীনকে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন