'মানসম্মত শিক্ষা পেতে, স্কুলে রোজ হবে যেতে' -এ প্রতিপাদ্যকে সামনে রেখে লাকসামে র্যালি ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মীনা দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভুঁইয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিনের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অংশ নেন, সহকারী শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, ওমর ফারুক, প্রধান শিক্ষক কেশব কল্যাণ সাহা, কেফায়েত উল্লাহ, সিরাজুম মুনির, শম্পা রানী সাহা, বিশ্বজিৎ সাহা, শাহ্ আলম মজুমদার, হুমায়ুন কবির, সহকারী শিক্ষক আবু তাহের, ফারুক আহমেদ, সাইফুল ইসলাম, বিল্লাল হোসেন, মোঃ শাহজাহানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন