মুন্সিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ যুবদল কর্মী শাওন ভূঁইয়ার মৃত্যুর প্রতিবাদে জেলা যুবদল বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ দুপুর ১২টায় ঝিনাইদহ এইচএসএস সড়কের জেলা বিএনপি কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আব্দুল মজিদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশের আগে তারা একটি ঝটিকা মিছিল বের করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন