রাতের আঁধারে মেহেরপুরে নিমার্ণাধীন বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় সোনামিয়ার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, ৪ বছর আগে রোলেক্সের কাছ থেকে ২০ পরিবার সোনার মিয়ার বাগানে জমি কিনে বসবাস করছে। কয়েক দিন আগে রোলেক্সের চাচাতো দাদা সোনা মিয়ার লোকজন এসকল পরিবারকে উঠে যাবার জন্য হুমকি দেন। এর পর গতকাল শুক্রবার রাতে দেশি অস্ত্রসহ ফারুকের নেতৃত্বে লিপু, রানা, রনকসহ একদল সন্ত্রাসী মনির বাড়িতে হামলা করে বাড়ি গুঁড়িয়ে দেয়। এসময় এলাকার নারীরা এগিয়ে আসলে তাদেরও লাঞ্ছিত করে। পরে মেহেরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর এলাকাবাসী থানায় আভিযোগ নিয়ে গেলে অভিযোগ না নিয়ে তাদের ফিরিয়ে দিয়েছে মেহেরপুর থানা পুলিশ। তারা আরো বলেন আমরা এখানে জমি কিনে বিপদে পড়েছি। হামলার ভয়ে বাড়ির নারী ও শিশুরা আতঙ্কের মধ্যে রয়েছে।
সোনা মিয়ার ছেলে মবিন উদ্দিন ডিউ বলেন, রোলেক্স ও তার চাচা ঘটন জোর পূর্বক আমাদের জমি দখল করে বিক্রর চেষ্টা করে। আমরা আদালতে মামলা দিলে আদালত এ জমির উপর তাদের নিষেধাজ্ঞা দেন। কিন্তু রোলেক্স সে নিষেধাজ্ঞা অমান্য করে আইন ভেঙে ২০ পরিবারের কাছে জমি বিক্রি করে। আমরা তাদের জমি নিতে নিষেধ করলেও তারা জমি নেন। তাই আমরাও গত রাতে একটি ঘটনা ঘটিয়ে ফেলেছি।
রোলেক্স বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সোনা মিয়া ও তার ছেলে বেশ কিছু জমি বিক্রি করে। তখন আমরা আমাদের দখলের জমি রক্ষা করার জন্য ২০টি দরিদ্র পরিবারকে সেখানে থাকার জায়গা করে দিয়েছি। তাদের উচ্ছেদ করার জন্য এ হামলা।
মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর পর পুলিশের একটি দল সেখানে যয়। তবে সেখানে কয়েকজন নারী ছাড়া কাউকে পাইনি। এর পর গতকাল রাতেই কিছু নারী থানায় অভিযোগের জন্য আসে। আমি তাদের হাসপাতাল থেকে প্রাথমক চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ করতে বলেছি। আজ বিকালের দিকে হয়তো তারা আসবে।
বিডি প্রতিদিন/নাজমুল