নেত্রকোনার বিশিষ্ট বাম রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মোস্তফা কামাল ৪র্থ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। অজহর রোডের উদীচী কার্যালয়ে গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠানের আয়োজন করে মোস্তফা কামাল স্মারক বক্তৃতা আয়োজক পর্ষদ নেত্রকোনা।
‘সুশীল সমাজ ও সিভিল সোসাইটি প্রসঙ্গ’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন স্বাধীন ডাকসুর সাবেক ভিপি, বীর মুক্তিযোদ্ধা, সিপিবি'র কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
আয়োজক পর্ষদের আহবায়ক মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে সদস্য সচিব স্বপন পালের সঞ্চালনায় স্মারক বক্তৃতা অনুষ্ঠানে প্রথমেই ‘তোমারও অসীমে প্রাণ মন লয়ে’ গানটি পরিবেশিত হয়। পরে বক্তাকে উত্তরীয় পরিয়ে দেন স্থানীয় কমিউনিস্ট পার্টির নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা। এরপরে জীবনী পাঠ শেষে পরিবারের পক্ষ থেকে বক্তৃতা করেন মোস্তফা কামালের জ্যেষ্ঠ সন্তান সিফাত স্বর্ণ।
স্মারক বক্তৃতায় বক্তা মুজাহিদুল ইসলাম সেলিম সুশীল সমাজ ও সিভিল সোসাইটির ইতিবাচক নেতিবাচক দিক নিয়ে বিশদ আলোচনা করেন। পাশাপাশি পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক তাত্ত্বিকদের বর্তমান ও অতীত নিয়ে কথা বলেন।
বিডি প্রতিদিন/ফারজানা