যুবদল কর্মী শহিদুল ইসলাম শাওন নিহত এবং দলীয় নেতাকর্মীদের হতাহতের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। শনিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের স্টেশন এলাকা থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রাইহান উজ্বল, যুগ্ম আহ্বায়ক মোনজুরে মওলা পলাশ, রেজভী আহমেদ, হারুনুর রশিদ জুয়েল, তৌফিক এলাহী, সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, আতিকুর রহমান সোহাগ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন প্রমুখ।
বক্তারা সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই