বরগুনার বামনা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতির দ্বারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদ জানানো হয়েছে। শনিবার বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযুক্ত ব্যক্তির অপসারণসহ তার বিচার দাবি করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাকশিস জেলা কমিটির সভাপতি সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম। লিখিত বক্তব্যে গভর্নিং বডির সভাপতি সৈয়দ বজলুল গাফফার যায়গাম আহসানকে অবিলম্বে সভাপতির পদ থেকে অপসারণসহ বিচারের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দ্রুত যদি তাকে অপসারণ করা না হয়, তাহলে জেলায় শুধু নয়, দেশব্যাপী সকল শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলন করা হবে।
সংবাদ সম্মেলনে ১৯ সেপ্টেম্বর রাতে সভাপতি কর্তৃক শারীরিক লাঞ্ছনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অধ্যক্ষ মোহম্মদ মহসীন কবির। এছাড়া ইতিপূর্বে অধ্যক্ষের দায়িত্বে থাকা সাগরিকা কর্মকার, অফিস সহায়ক জালাল উদ্দীন ও রিয়াজুল ইসলাম তাদের সভাপতির নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে ছয়টি উপজেলার কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সংগঠনের প্রতিনিধের মধ্য বক্তব্য রাখেন পাথরঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, চৌধুরী মাসুম টেকনিকাল কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুস কুদ্দুস ও মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি হারুন অর-রশিদসহ শিক্ষক প্রতিনিধিরা।
বিডি প্রতিদিন/এমআই