বগুড়ার ধুনট উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে মতিয়ার রহমান মতি (৩৬) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত মতিয়ার উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের হবিবর রহমানের ছেলে।
উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক জানান, শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় কবরস্থানে মতিয়ার রহমানের দাফন সম্পন্ন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হতদরিদ্র মতিয়ার রহমান মতি মৌসুমী ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি আখ, আম, জাম, কাঠাল, তাল, ডাব, নারিকেলসহ বিভিন্ন ধরনের মৌসুমী ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে নারিকেল পাড়ার জন্য মথুরাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নারিকেল গাছে ওঠেন মতিয়ার। এ সময় অসাবধানতাবশত তিনি নারিকেল গাছের চূড়া থেকে নিচে টয়লেটের ছাদের উপর পড়ে জ্ঞান হারান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বগুড়ায় যাওয়ার পথে রাত ৮টার দিকে মতিয়ার মারা যান।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা জানান, মতিয়ারকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছিল।
বিডি প্রতিদিন/ফারজানা