বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ শীর্ষক প্রকল্পের আওতায় মাগুরা মসলা গবেষণা কেন্দ্রে কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের মহাপরিচালক ড. দেবাশিষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বগুড়ার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হরিদাস চন্দ্র মোহান্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বিষ্ণু পদ সাহা, জেলা পরমাণু কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক মশিউর রহমান, মাগুরা মসলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ।
পরে প্রশিক্ষণার্থীদের মাঝে মসলা জাতীয় বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। বাংলাদেশের মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের অধীনে এ কর্মসূচি পরিচালিত হয়।
বিডি প্রতিদিন/এমআই