বাগেরহাটের মোরেলগঞ্জে মিনা দিবস উপলক্ষে ছোটদের কর্টুন চরিত্রে মিনার ভূমিকা ও বৈশিষ্ট্যের উপর গল্প বলার আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত এ আসরে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে র ্যালি, শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গান ও নাচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শিশুদের উদ্দেশে উপজেলা চেয়ারম্যান শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন খান, উপজেলা স্কাউটস কমিশনার হোসনেয়ারা হাসি, প্রধান শিক্ষক হারুন অল রশিদ, স্কাউটার শারমিন আক্তার মিনার জীবনীর উপর গল্প বলেন।
বিডি প্রতিদিন/হিমেল