চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে অটোরিক্সার ধাক্কায় মো. তেজামুল ইসলাম (৬২) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিক্সা চালক মো. শাহিনকে আটক করা হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার দেবীনগরে ইউনিয়নের দাঁতালটোলা এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তেজামুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।
আটককৃত শাহিন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শেহালা কলোনী মহল্লার মনসুর আলীর ছেলে।
সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান, খবর পেয়ে পুলিশ তেজামুল ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন