মৌলভীবাজারে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার জেলা প্রশাসনের আয়োজনে পৌর জন-মিলন প্রাঙ্গণে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাশসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা।
এ ছাড়া সম্প্রতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন ধর্মের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আবু জাফর