নিখোঁজের ৬ দিন পর ঝিনাইদহের মহেশপুরের একটি বাগান থেকে আজের আলী (৭৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে কমলাপুর গ্রামের বড় ব্রীজের পূর্ব দিকে বটবাগানের আতাগাছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আজের আলী উপজেলার মান্দাবাড়িয়া ইউনিয়নের আলিশা যদুনাথপুর গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে।
জানা যায়, ১৮ সেপ্টেম্বর ফরজের নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়ে যায় আজের আলী। বাড়িতে ফিরে না আসাই পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে শনিবার দুর্গম এক বাগানের আতাগাছে আজের আলীর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে নিহতের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায়।
এ ব্যাপারে মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, খবর পাওয়ার সাথে সাথে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
বিডি প্রতিদিন/এএম